দুদকের মামলায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার কারাগারে

দুদকঅর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কুমিল্লায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রেজারার মো. সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক কুমিল্লা।

চলতি বছরের ৫ মার্চ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এহসানুল হক ও ট্রেজারার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এরপর ওই দুইজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা হয়। মামলার বাদী হলেন দুদুক কুমিল্লার সহকারী পরিচালক নুরুল হুদা।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে দুদুক কুমিল্লার উপ-পরিচালক আবুল কামাল জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আজ  বিকালে কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভারর্সিটির ট্রেজারার সিদ্দিকুর রহমানকে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

/বিএল/