কুমিল্লা বোর্ডের ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা বোর্ড

এসএসসিতে ফল বিপর্যয়ের কারণে ফেনীসহ ৬ জেলার ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা বোর্ড। একই সঙ্গে কীভাবে এ অবস্থা থেকে উঠে আসা যায় এবং ফল ভালো করা যায় সেই সম্পর্কে তাদের পরামর্শ চাওয়া হয়েছে। কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন বুধবার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় হওয়ায় আমরা অনেকটা হতাশ। এর কারণ ও করণীয় সম্পর্কে জানতে বিদ্যালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে। জবাব আসার পর মাঠ পর্যায়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ভালো শিক্ষকের সঙ্কটই ফল খারাপের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভালো শিক্ষকরা শহরমূখী হওয়ায় মফস্বলে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সঙ্কট রয়েছে। এ ছাড়া মডেল পদ্ধতিতে ফল মূল্যায়নের প্রভাবও এর উপর পড়েছে।

উল্লেখ্য, এ বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ।

/জেবি/

আরও পড়তে পারেন: সীমানা প্রাচীরের পাশে মিললো নবজাতক