ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১০২টি আশ্রয় কেন্দ্র

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভাঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩০ টন চাল, নগদ দেড় লাখ টাকা ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক হোমায়রা এসব প্রস্তুতির কথা জানান। সভায় উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ, মেডিক্যাল টিম গঠন, রেড ক্রিসেন্ট সদস্য ও ছয়টি কন্ট্রোলরুম খোলাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া আরও ব্যাপক প্রস্তুতির জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

/বিএল/