মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

উদ্ধার করা গোলাবারুদকক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। আজ  বুধবার (২১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালী এলাকার হাবিবুর রহমান (৩২), বালিয়াছড়ি এলাকার নাসির উদ্দিন (৩০) ও নলবিল এলাকার শহিদুল ইসলামকে (২৪) আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-৭, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, মহেশখালী উপজেলায় কিছু অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় এনামুল হকের বসতবাড়ির পূর্বদিকের দোচালা গোয়ালঘরের ভেতরে খড়কুটার ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মেজর রুহুল আমিন আরও জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয় করা করে আসছেন। পরে অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি, লবন চাষিদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয়দের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখতো বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

/বিএল/