ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৫ গ্রাম প্লাবিত

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙনটানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে শুক্রবার (২১ জুলাই) সকালে ফেনীর মুহুরী নদীর বাঁধের ফুলগাজির অংশে তিনটি স্থানে ভাঙন ধরেছে। এতে উত্তর দৌলতপুর ,দক্ষিণ দৌলতপুর, ধনিয়াকোনা ও সাহাপুরসহ পাঁচটি গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মৎস্য খামারসহ নানা সম্পদ । পানিবন্দি হয়ে পড়েছে ওই সব এলাকার মানুষ ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম এই তথ্য জানিয়েছেন।

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙনতিনি জানান, মুহুরী নদীর পানি বিপদ সীমার ১৩.৪৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর বাঁধের বাম তীরের উত্তর ও দক্ষিণ দৌলতপুর এবং ধনিয়াকোনা অংশ ভেঙে যায়। এতে ওই সব এলাকার লোকালয় পানি ঢুকে পড়ে ।

অন্যদিক বৃহস্পতিবার (২০ জুলাই) নদীর পরশুরাম উপজেলার সুবার বাজারের উত্তর পাঁশে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে গেছে। এতে ওই এলাকার পাটনি কোনার ফসলি জমি বন্যার পানিতে ডুবে গেছে। একইভাবে উপজেলার মনিপুর গ্রামের অংশের রাস্তাঘাটসহ ফসলি জমি প্লাবিত হয়েছে।

/এআর/