লাখো দর্শকের উপস্থিতিতে লাখ টাকার ফুটবল অনুষ্ঠিত নবীনগরে

লাখ টাকার ফুটবলব্রাহ্মণবাড়িয়ার লাউর ফতেপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লাখো দর্শকের উপস্থিতিতে শুক্রবার বিকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

লাখটাকার ফুটবল টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদ জানান, যুবসমাজকে মাদকসহ নানা অপকর্ম থেকে ফিরিয়ে আনার জন্যেই এই লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রায় এক দশক ধরে প্রতিবছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। খেলায় বিজয়ী দলকে লাখ টাকা পুরস্কার দেওয়া হয় বলেই এই টুর্নামেন্ট এমন নামে পরিচিতি পেয়েছে। প্রতিবছরই এই খেলা আয়োজনের রীতি ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।লাখ টাকার ফুটবল

এবারের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন চৌধুরী জাফর উল্লাহ শরাফত। ফাইনাল খেলায় নবীনগর উপজেলার উত্তর দারেরা ফুটবল একাদশ দুই-এক গোলে ইব্রাহিমপুর একাদশকে পরাজিত করে। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, ‘ফুটবলের সুদিন এখনও হারিয়ে যায়নি। ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ জন্যে ফুটবল ফেডারেশন কাজ করছে।’লাখ টাকার ফুটবল

কুমিল্লা মুরাদনগর থেকে আসা দর্শক মো. লিটন মিয়া ও নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের আরিফ সরকার, মোশারফ হোসেন জানান,  গ্রামগঞ্জে এখনও ফুটবলের সুদিন যে হারিয়ে যায়নি তারই জানান দিলো নবীনগর উপজেলার লাউর ফতেপুর ফুটবল মাঠের এই খেলা। তারা জানান, লাখো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠের উভয় পাশ কানায় কানায় ভরে যায়। দেশি-বিদেশি খেলোয়ারদের ক্রীড়া নৈপূন্য দেখে তারা মুগ্ধ। ফুটবলের ঐতিহ্য ধরে রাখার জন্যে প্রতিবছর যেন এমন আয়োজন করা হয়- আয়োজকদের প্রতি এমন আহ্বানই জানান তারা।

/এফএস/

আরও পড়ুন- সামুদ্রিক মাছ উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে