চার ছিনতাইকারীকে পুলিশে দিলো জনতা

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক যুবকের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় চার ছিনতাইকারীকে ধরে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২৬ জুলাই) সকালে ওই এলাকার শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। আটক  চারজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি জানিয়েছেন। আটক চার ছিনতাইকারী হলো আকতার হোসেন বালি (২২), মো. লিটন (২০), মো. বাদশা (৩১) ও ইন্দ্রজিৎ সাহা (৩৫)। এরা বাকলিয়া থানাধীন বিভিন্ন বস্তিতে থাকে।

প্রণব চৌধুরী বলেন, তারেকুল ইসলাম নামে এক যুবক বাঁশখালী থেকে আসার পথে শাহ আমানত সেতু পার হয়ে গাড়ি থেকে নামার পর চার ছিনতাইকারী হঠাৎ তাকে মারধর শুরু করে এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারেকুল চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারেকুল বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/বিএল/