আখাউড়ায় জোড়াতালি দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর মেরামত কাজ

আখাউড়ায় ঝুঁকিপূর্ণ বেইলি সেতু

ভারতের পাহাড়ি ঢলে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের গাজীর বাজার এলাকার জাজি খালের ওপর বেইলি সেতুর দুটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতের কারণে একটি পিলার ভেসে গেছে অপর পিলারটি হেলে গেছে। এ অবস্থায় কোনও ক্রমে সেতুটির নিচের পিলারে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। এ অবস্থায় সেতুর উপর দিয়ে ১৫ টনের বেশি পণ্য পরিবহন না করার পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।



বন্দরের ব্যবসায়ী ইছাক উদ্দিন ভূইয়া, ইলিয়াছ মিয়া, মনির হোসেন বাবুল জানান, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া গাজীর বাজার এলাকার জাজি খালের ওপর নির্মিত বেইটি সেতুটির নিচের পিলার সরে ঝুঁকিপূর্ণ অবস্থার
সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে পাথর এবং সিমেন্টবাহী ভারী যানবাহন চলাচল করছে। কোনও কারণে সেতুটি ধ্বসে পরলে অর্নিদিষ্টকালের জন্য আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যাবে। বিকল্প পথ
না থাকায় গুরুত্বপূর্ণ এ সেতুটি দ্রুত মেরামতের দাবি জানান স্থলবন্দরের ব্যবসায়ীরা।











ব্রিজের ওপর দিয়ে ৩৩ টন পাথর নিয়ে আসা ট্রাক চালক তুহিন মিয়া ও মো.সোহেল মিয়া জানান, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ ট্রাক নিয়ে সেতুর ওপর উঠা মাত্র প্রবলভাবে ঝাকুনি দিচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেতুটি ভেঙে পরবে।


আখাউড়া স্থলবন্দরের ইনচার্জ, আব্দুল কাদের জিলানী জানান, সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে ১৫ টনের বেশি পণ্য পরিবহন করতে মানা করা হয়েছে। সড়ক জনপথের এ নিদের্শনা মানার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়ে পরামর্শ দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সেটুটি মেরামত করা না হলে বিপর্যয় ঘটতে পারে।





ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এহেত এশাম রাশেদ জানান,  প্রবল স্রোতের কারণে বেইলি সেতুটির নিচের পিলার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারের নিচের অংশ কাঠ দিয়ে মেরামত করা হচ্ছে। সেতুটির




ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল না করার জন্য ব্যবসায়ীসহ স্থল বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।


/জেবি/

আরও পড়তে পারেন: ষোড়শ সংশোধনীর রায়ে সত্য কথা বেড়িয়ে এসেছে: মির্জা ফখরুল