কুমিল্লা শিক্ষাবোর্ডে পুনঃনিরীক্ষণে ২৩৩ জনের ফল পরিবর্তন

কুমিল্লা বোর্ড







কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার আবেদনকারীর মধ্যে ২৩৩ জনের ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বিকালে এ ফল প্রকাশ পেয়েছে।এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী।



কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর ১২ হাজার ৭০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ৩৩ হাজার ৭৩৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। আবেদনকারীদের মধ্যে ২৩৩ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ইংরেজিতে ৮৩ জনের ও আইসিটিতে ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী। নতুন করে  জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এ নিয়ে এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৬৯১ জন জিপিএ-৫ পয়েছে।

আরও পড়তে পারেন: ঈদে ঢাকা-বরিশাল রুটে চলবে ৩০ নৌযান