আরও ৭ রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার

নাফ নদীতে রোহিঙ্গারা, ফাইল ছবিকক্সবাজারের টেকনাফ থেকে পাঁচটি শিশু ও দুই নারীসহ ৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত ও সকালে টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানিয়েছেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে। এরমধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশু রয়েছে। নৌকা ডুবি এসব রোহিঙ্গা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। স্থল ও নদী পথে হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ এখনও অব্যাহত রয়েছে। পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন: সব হারানো এক রোহিঙ্গা শিশুর কথা শুনলেন শেখ হাসিনা