ড্রামে ভর্তি লাশ উদ্ধার: পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রাম

ড্রামে ভর্তি লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা ইমরানুল করিম ইমনের মরদেহ কবর থেকে তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চৈতন্যহলির কবরস্থান থেকে লাশটি উঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বেওয়ারিশ হিসেবে দাফনের পর ইমনের পরিচয় শনাক্ত হওয়ায় তার পরিবার আদালতের কাছে লাশ বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ  কবর থেকে লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন,‘জেলা প্রশাসকের নির্দেশে আমি সেখানে উপস্থিত থেকে লাশটি উঠানোর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করবো। পরে লাশটি তার পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

এর আগে ১৩ আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজারের রাণীরদীঘি থেকে ড্রাম উদ্ধার করে পুলিশ। পরে ড্রাম কেটে অর্ধ গলিত একটি মরদেহ পায় পুলিশ। মরদেহের কোনও পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ১৬ আগস্ট নগরীর চৈতন্যগলির কবরস্থানে দাফন করা হয়। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে লাশটি পশ্চিম রাউজান পৌরসভার রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ইমনের। ব্যক্তিগত শত্রুতার জের ধরে তার বন্ধু যুবলীগ কর্মী ও সন্ত্রাসী অমিত মুহুরী তাকে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ অমিত মুহুরি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

 আরও পড়তে পারেন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত