চাঁদপুরে দুই ছাত্রীসহ আটক ৩, জিহাদি বই জব্দ

চাঁদপুরসরকার বিরোধী প্রচারণার লক্ষ্যে গোপনে দলীয় সভা করার সময় চাঁদপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া দুই ছাত্রীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারা ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন শাহরাস্তি উপজেলার গাজী উম্মে হাফসা (২২), কচুয়া উপজেলার সাচার এলাকার তাছলিমা আক্তার (১৮) ও খাদিজা আক্তার (১৮)। এদের মধ্যে গাজী উম্মে হাফসা ও তাছলিমা আক্তার চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্রী। খাদিজা স্থানীয় মাদ্রাসার ছাত্রী হলেও তার বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার পাশের একটি বাড়িতে সরকার বিরোধী প্রচারণা এবং ইসলামী ছাত্রী সংস্থার গোপন বৈঠকের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। দেশ ও সরকার বিরোধী গোপন বৈঠকের কথা জেনে স্থানীয় জনতা থানা পুলিশের কাছে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপুল সংখ্যক জিহাদি বইসহ গাজী উম্মে হাফসা (২২), তাছলিমা আক্তার (১৮) ও খাদিজা আক্তারকে (১৮) আটক করে। তবে পুলিশ আসার আগেই মাদ্রাসা অধ্যক্ষসহ অন্যরা মাদ্রাসায় তালা মেরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছে ওই মাদ্রাসার লোগা সম্বলিত চাঁদা আদায়ের বই পাওয়া গেছে। সেইসঙ্গে তাদের কাছে মাদ্রাসার নামে অর্থ কালেকশনসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) মনির বাংলা ট্রিবিউনকে জানান, আটক তিনজন ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। তারা যুদ্ধাপরাধে দণ্ডিতদের পক্ষে বিভিন্ন প্রচারণামূলক কাজ করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:

বিচারকের আদেশ ছাড়াই সমন, বেঞ্চ সহকারী বরখাস্ত