দিয়াজের মৃত্যু: হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

দিয়াজ ইরফান চৌধুরীকেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে হাটহাজারী থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর এ আলম এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য আদালতে আবেদন করেছিলাম। আজ  শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে হাটহাজারী থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’

গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর ময়নাতদন্তে বলা হয়, দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যায়নি। পরে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী ২৪ নভেম্বর আদালতে মামলা ও পুনঃময়নাতদন্তের আবেদন করেন। মামলার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু, অর্থনীতি বিভাগের ২০০৯-১০ সেশনের ছাত্র রাশেদুল আলম জিসান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৮-০৯ সেশনের ছাত্র আবু তোরাব পরশ, অর্থনীতি বিভাগের ২০০৭-০৮ সেশনের মো. মনছুর আলম, সমাজ বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের আব্দুল মালেক, ইতিহাস বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান, সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র আরিফুল হক অপু ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের মো. আরমান।

আসামিদের মধ্যে পরশ, মনছুর, মালেক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি, মিজানুর রহমান আপ্যায়ন সম্পাদক, মো. আরমান সাংগঠনিক সম্পাদক এবং অপু সহ-সম্পাদকের পদে ছিলেন।

গত ১০ ডিসেম্বর আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। দ্বিতীয় দফায় ময়নাতদন্তের পর লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা। গত ২ আগস্ট (রবিবার) পুনঃময়নাতদন্ত রিপোর্টে দিয়াজের মৃত্যুকে শ্বাসরোধজনিত হত্যা উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত আগের খবর:

দিয়াজ আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান পরিবারের

দিয়াজের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে হত্যা মামলা

‘আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল দিয়াজকে’