ফেনীতে খালেদা জিয়ার দুপুরের খাবারের মেন্যুতে ৩০ পদ

খালেদা জিয়াকক্সবাজার যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতারা। নামাজ ও দুপুরের খাবার জন্য এই বিরতি। খালেদাসহ নেতাদের আপ্যায়নে ৩০ পদের খাবারের আয়োজন করা হয়েছে ফেনী সার্কিট হাউজে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাবারের তালিকায় রয়েছে কই, কাতল, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরালসহ সাত পদের মাছ, তিন পদের মাংস এবং বেশ কয়েক পদের সবজি ও ভর্তা। এছাড়া সঙ্গে রয়েছে খালেদা জিয়ার নিজ সংসদীয় আসন পরশুরামের বিখ্যাত খণ্ডলের মিষ্টি ও  সোনাগাজীর চরাঞ্চলের দই, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়ে বলেন, ‘তিন শতাধিক নেতাকর্মী ও সংবাদকর্মীদের জন্য এই আয়োজন করেছে জেলা বিএনপি। আর স্বেচ্ছাসেবক হিসেবে রেয়েছেন জেলা যুবদলের নেতারা।’  ফেনী সার্কিট হাউজে এই খাওয়া-দাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা