মামলা প্রত্যাহারের দাবিতে জনসংহতি সমিতির স্মারকলিপি পেশ

বান্দরবান

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। দলটির বান্দরবান জেলা শাখার নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন।

এ সময় জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং, কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন ও কে এস মং, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভানেত্রী ওয়াইচিংপ্রুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। স্মারকলিপি নেওয়ার সময় জেলা প্রশাসক এলাকায় চাঁদাবাজি ও অপহরণ বন্ধে জনসংহতি সমিতির সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ জুন আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলায় সবাই জামিনে থাকলেও গত ১৫ নভেম্বর রাজবিলা ইউনিয়নের মোটরসাইকেল চালকের উপর গুলি বর্ষণের ঘটনায় আবারও ১৮ জনের নামে চাঁদাবাজি মামলা হয়েছে। এই মামলায় তারা ১৯ নভেম্বর জামিন আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তিন জনকে জামিন দিয়ে বাকি ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এএসআইয়ের মৃত্যু