রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ

 কক্সবাজার

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধান নুরান হিংগসকে প্রত্যাহার করে আজকের (সোমবার) মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। ১৪ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী সচিব (জাতিসংঘ-১) মো. শোয়েব আবদুল্লাহ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ঢুকতে বাঁধা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান নাগরিক নুরান হিংগস উখিয়া কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে রোহিঙ্গাদের জন্য কাজ করছিলেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, গত ১২ জানুয়ারি ঘুমধুম রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে আগুনে পুঁড়ে চার রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় হতাহতদের ঘুমধুমস্থ রাবার বাগান সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে তথ্য সংগ্রহে তিনি (উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে গেলে সেখানে দায়িত্বরত ব্যক্তিরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। তিনি বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান। পরে জেলা প্রশাসন পররাষ্ট্রমন্ত্রণালকে বিষয়টি জানালে সেখান থেকে এ নির্দেশ দেওয়া হয়। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের সব এনজিও, আইএনজিওকে সরকারের নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করা হয়েছে।

 আরও পড়ুন: রুপা হত্যা মামলার পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত