ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মী গুলিবিদ্ধ

ফেনী

ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার জন গুলিবিদ্ধ হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফেনী শহরের তাকিয়া রোডে শান্তিপূর্ণ অবস্থানের সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে বলে নেতাকর্মীদের অভিযোগ। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কর্মীরা হলেন, ছাত্রদলের সোহেল ও শাহজান হোসেন এবং সেচ্ছাসেবক দলের শুক্কুর ও সেন্টু।

গুলির করার কথা সত্য নয় উল্লেখ করে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরি বলেন,‘বিএনপি নেতাকর্মীরা শহরের তাকিয়া রোডে অবস্থান করে বিশৃঙ্খালা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এসময় তারা পুলিশকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেট ছুড়ে।’

জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল অভিযোগ করে বলেন, ‘শহরের তাকিয়া রোড এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এসময় পুলিশ অতর্কিতভাবে হামলা করে ও গুলি ছুড়ে। এতে আমাদের চার কর্মী গুলিবিদ্ধ হয়।

অপর দিকে রায় ঘোষণার পর ফেনী জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে।

শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি ও র‌্যাব শহরে টহল দিচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই মেয়র