চট্টগ্রামে কাল ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮-এর ব্যানার

চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও মেলার সমন্বয়ক হাবিবুর রহমান।

তিনি জানান, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং একসেস টু ইনফরমেশন (এটুআই প্রোগ্রাম), প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগী কমিশনার মো. আব্দুল মান্নান মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। 

তিনি আরও জানান, আগামী সোমবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত চলমান এই মেলায় সেমিনার, প্যানেল আলোচনা, কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী, ই-সেবা প্রদর্শন, ডিজিটাল কন্টেন্ট, ড্রোন প্রদর্শন, ইনোভেশন ল্যাবে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, ফ্রি কুপন, র‌্যাফেল ড্র, ফ্রিল্যান্সারদের সমাবেশ, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকছে।

তিনি আরও বলেন, এবারের মেলায় সর্বমোট ১২৫টি স্টল থাকবে। এগুলোর মধ্যে ৪৩টি সরকারি প্রতিষ্ঠান, ২৫টি ব্যাংক, ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি আইটি প্রতিষ্ঠান, ১২টি ফুড অ্যান্ড কফি কর্ণারসহ আটটি এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠান এবার অংশ নিচ্ছে। এবার মেলায় ৮টি ক্যাটাগরিতে মোট ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২