কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের হামলা, শিক্ষকসহ আহত ৫

কুমিল্লাফরম পূরণ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের নেতাদের হামলায় শিক্ষকসহ পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ দ্বিতীয় বর্ষের ফরম পূরণের জন্য শিক্ষার্থী ইকরাম উদ্দিন ভূঁইয়া কুমিল্লা সরকারি কলেজে যায়। ওই কলেজে অধ্যক্ষের কার্যালয় ভবনের ৩য় তলার ৩০৮ নং কক্ষে শিক্ষার্থীদের লাইন ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে কলেজের ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে ইকরাম উদ্দিন ভূঁইয়ার বাকবিতণ্ডা হয়। পরে শরীফ,ছোট ফয়সাল, সম্পদ তাদের সহযোগীদের নিয়ে ইকরামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় কলেজের শিক্ষক এবং স্টাফরা ইকরামকে রক্ষার্থে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সফিউল্লাহ, গেটম্যান ইয়াছিন, কলেজ অধ্যক্ষের গাড়িচালক মাছুমসহ পাঁচ জন আহত হয়। পুলিশ রক্তাক্ত অবস্থায় ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম জানান, বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ আহত শিক্ষার্থী ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যেই হোক না কোন তাকে ছাড় দেওয়া হবে না।’