X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

৪ নম্বর সতর্কতা সংকেত, বরিশাল থেকে নৌযান চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১৬:১৬আপডেট : ২৬ মে ২০২৪, ১৮:০৮

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় বরিশাল নদীবন্দরে চার নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।

নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, চার নম্বর সংকেতের কারণে আজ রবিবার সকাল থেকে অভ্যন্তরীণ ১২টি রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া রাতে বরিশাল নৌবন্দর থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এরপরও কেউ যাত্রী বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বরিশাল আবহাওয়া অফিসের উপ-পরিচালক বশির আহমেদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সকাল থেকে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৪০ কিলোমিটার।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, বরিশাল জেলার ১০ উপজেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত বহুতল ভবন, অফিস আশ্রয়ের জন্য খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং গবাদিপশু রাখার ব্যবস্থা করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক আব্দুর রশীদ বলেন, ‘বিভাগের ছয় জেলায় ৩২ হাজার ৫শ’ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে ৪৭০ থেকে ৪৭২টির মতো মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা দুর্যোগকালে এবং পরবর্তী সময়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করবেন।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
এখনও তাজা রিমালের ক্ষত, ঈদ আনন্দ ছোঁবে না তাদের
রৌমারী-চিলমারী নৌপথঘাটে বাড়তি ভাড়া আদায়, ইজারাদারের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ
লঞ্চে বাড়ি ফেরা: সদরঘাটে উপচে পড়া ভিড়
সর্বশেষ খবর
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
ঘরে থাকা মসলায় বিফ চাপ
ঘরে থাকা মসলায় বিফ চাপ
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!