প্রেসিডেন্ট পদক পেলেন নাইক্ষ্যংছড়ির আলী হোসেন

সাহসিকতার জন্য আলী হোসেনকে পদক পরিয়ে দিচ্ছেন আনসার-ভিডিপির মহাপরিচালকসাহসিকতার পুরস্কার হিসেবে এ বছরবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপির দলনেতা (পিসি) আলী হোসেনকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছে।

সম্প্রতি গাজীপুরের সফীপুর আনসার-ভিডিপি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তাকে এ পদক দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এসজিপি, এএফডব্লিউসি পিএসসি। এ সময় তাকে ৫০ হাজার টাকার একটি চেকও দেওয়া হয়।

আলী হোসেনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা গ্রামে। তিনি ১৯৮২ সালে আনসার-ভিডিপিতে যোগদান করে দলনেতা হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।