উখিয়ায় রোহিঙ্গা তরুণ নিহত

 

কক্সবাজারকক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আব্দুল হাকিম (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) ভোর রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি ওই ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, নিহত আব্দুল হাকিমের দুই স্ত্রী। এক স্ত্রী থাকেন বান্দরবানের আলিকদম এলাকায় এবং অন্য স্ত্রী থাকেন রোহিঙ্গা ক্যাম্পে। দীর্ঘদিন পর ক্যাম্পে থাকা স্ত্রীর কাছে গেলে তার সঙ্গে ঝগড়া হয়। পরে ক্যাম্পে থাকা স্ত্রী আয়েশার ভাই রফিক তাকে হাতুড়ি দিয়ে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তবে অভিযুক্ত স্ত্রী আয়েশা ও ভাই রফিক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ তাদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান ওসি।