দুদকের মামলায় আইজি নেভিগেশনের পরিচালক কারাগারে

চট্টগ্রামবেসিক ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আইজি নেভিগেশনের পরিচালক মোজাফফর আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সোমবার (১৯ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য জানিয়েছেন। একই মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ এমপিকেও আসামি করা হয়েছে। মাহজাবিন মোরশেদ আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোজাফফর আহমেদ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

দুদক সূত্র জানায়, ২০১০ সালে ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিংয়ের নামে মোরশেদ মুরাদ ইব্রাহিম বেসিক ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা ঋণ নেন। একই বছর তার স্ত্রী মাহজাবিন  মোরশেদ আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ঋণ নেন। পরবর্তীতে এই টাকা তারা দুই জন আত্মসাৎ করেন। টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় মোরশেদ মুরাদ ইব্রাহিমের সঙ্গে আসামি হয়েছেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান। অপর মামলায় মাহজাবিন মোরশেদের সঙ্গে আসামি করা হয়েছে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ।