চাঁদপুরে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন বিএনপি নেতা

চাঁদপুরচাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন মিয়াজী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গত ২১ মার্চ বুধবার তিনি ডাকে পদত্যাগপত্রের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব বরাবর পাঠান। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি ছিলেন দীর্ঘদিন। ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, ‘আমার বয়স ৬০ বছর। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসসহ শারীরিক অসুস্থতায় ভুগছি। শারীরিক অসুস্থতা ও ব্যস্ততার কারণে ব্যবসা প্রতিষ্ঠানসহ এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এখন আর শরীর দেয় না। তাই আমি গত ২১ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব বরাবর শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ বা অনুযোগ নেই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ জানান, ‘উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে আমরা দাফতরিকভাবে কোনও পত্র পাইনি।’