আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধআটকের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোকন সূত্রধর (৩১) নামে ছিনতাই মামলার আসামি নিহত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খোকনের বাড়ি বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, সোমবার দুপুরে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা খোকনকে ধরে পুলিশে সোপর্দ করে।

পরে তার দেওয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ছিনতাই মামলার আসামি খোকন নিহত হয়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, খোকনের বিরুদ্ধে এর আগে একই কোম্পানির ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ১টি মামলা রয়েছে।