কুমিল্লায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

বজ্রাঘাতকুমিল্লা জেলার দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলায় বজ্রাঘাতে তিন জন মারা গেছেন। এদের মধ্যে দুই জন নারী।  মঙ্গলবার (১৭ এপ্রিল)  তারা মারা যান।

কুমিল্লা দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. হাকিম খান জানান, দেবিদ্বারে মো. মজিবুর রহমান মজু (৫৫) মারা যান। তিনি বিএডিসির সাবেক কর্মকর্তা। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া এলাকায় তার বাড়ি।  বাড়ির পাশে জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং গোয়ালমারী ইউনিয়নে বিকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় পৃথকভাবে দুই নারী নিহত হন। তারা হলেন- গৌরীপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুফিয়া বেগম (৬০) ও গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছুরুদ্দি গ্রামের শামছুল হক ভঁইূয়ার স্ত্রী আজমেরি বেগম (৪২)। রুফিয়া বেগম ওই সময়ে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন এবং আজমেরি বেগম বাইরে গরুকে পানি খাওয়াচ্ছিলেন।