রাঙামাটিতে একে-৪৭সহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

01রাঙামাটি সদর উপজেলার একটি গোপন আস্তানা থেকে ২টি একে-৪৭সহ ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি একে-৪৭, ১টি অত্যাধুনিক অ্যাসন্ট রাইফেল, ২টি পিস্তল ও ১টি সিলিংসহ ১৬ রাউন্ড গুলি।
সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রুপ পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতা চালানোর জন্য এসব অস্ত্র মজুদ করে এমন তথ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব উদ্ধার করেন। জায়গাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানায় দায়িত্বরত উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একটি টিম ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো যাবে।