সাতকানিয়ায় নিহতদের পরিচয় মিলেছে

চট্টগ্রামসাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে নিহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাসিনা আক্তার (৪০), রিনা বেগম (৩০), বুলু আক্তার (৩৫), টুনটুনি (১৩), রশিদা আক্তার (৫০), জোসনা বেগম (২৫), নুরজাহান (১৮), আনোয়ারা বেগম (৬০) ও সাকি (২২)। সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে সোমবার (১৪ এপ্রিল) ঘটনাস্থলে ৯ নারী নিহত হন। নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা আবছার এই তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: চট্টগ্রামে ১০ নারীর মৃত্যু: অব্যবস্থাপনাকে দায়ী করেছে জেলা প্রশাসন, তদন্ত কমিটি 

এছাড়া আরও ৫/৬ জন শ্বাসকষ্টে অসুস্থ্ হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোস্তাফা খাতুনকে (৫০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা দাবি করেছেন, প্রচণ্ড গরম ও ভিড়ে হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।