ফুলগাজীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত, ৮ পুলিশ আহত

ফেনীতে বন্দুকযুদ্ধে নিহত মনির ও শামীম
ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আনন্দপুর-জামুড়া সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । এঘটনায় পুলিশে তিন এসআইসহ আট পুলিশ আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, সাতশ’ পিচ ইয়াবা, দেড়শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।  

নিহতরা হলেন- মজনু মিঞা ওরফে মনির ও শাহামিরান শামীম। তারা দুই জনই ফুলগাজী উপজেলার স্থায়ী বাসিন্দা।  নিহত মজনু মিয়া মনির ফুলগাজী উপজেলার  মনতলা গ্রামের  মোস্তফা হোসেনের ছেলে। শাহামিরান শামীম  উপজেলার আনন্দপুরের মাইজ গ্রামের ফটিক মিঞার ছেলে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের নামে মাদক ও অস্ত্রের ১০টি করে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে দুই জনকে গ্রেফতার করতে যায়। এ সময় ঘটনাস্থলে তারা পুলিশকে লক্ষ করে গুলি করে । এই সময় পুলিশ পাল্টা গুলি চালালে তারা গুলিবিদ্ধ হয়। পুলিশ তাদের চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। তাদের মৃতদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।  

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল আফিসার (আরএমও) অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- কুমিল্লায় ‘বন্ধুকযুদ্ধে’ আরও দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত