চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধর‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসহাক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর উপপরিচালক আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ইসহাকের নামে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আশেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাবের একটি টহল টিম নগরীর টাইগারপাস এলাকায় টহল দেওয়ার সময় জানতে পারে— কয়েকজন মাদক ব্যবসায়ী পলোগ্রাউন্ড এলাকায় অবস্থান করছে। র‌্যাব সদস্যরা ওইদিকে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে একটি দেয়ালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি শীর্ষ মাদক ব্যবসায়ী মো. ইসহাকের বলে শনাক্ত করে।’

এ নিয়ে গত ১২ দিনে চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রাম নগরীতে চার জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: 
‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত