গাড়ি চালক অনিক হত্যায় থানায় মামলা

মামলা

গাড়ির হর্ণ বাজানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ অনিক (২৬) নামে এক গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ জুন) সকালে নিহত অনিকের বাবা মোহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। চকবাজার থানার ওসি মোহাম্মদ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, মিন্টু (৩২), মহিউদ্দিন তুষার (৩০), ইমন (১৬), ইমরান শাওন (২৬), শোভন (২৪), রকি (২২), অপরাজিত (২২), দুর্জয় (২১), এখলাস (২২), অজয় (২১) ও বাচা (২২)। 
আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘অনিকের বাবা সকালে থানায় এসে মামলাটি দায়ের করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছি।’
এর আগে রবিবার (১৭ জুন) রাত ১০টার দিকে নগরীর চট্টেশ্বরী মোড়ে স্থানীয় যুবকদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন অনিক। পরে তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে,‘রবিবার বিকেলে অনিকের ছোট ভাই রনিক মোটরসাইকেল নিয়ে ব্যাটারি গলিতে ঢোকার সময় জোরে হর্ণ দেন। এ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে রনিকের কথা কাটাকাটি হয়। পরে রাতে স্থানীয় তুষার-ইমনসহ ১০ থেকে ১২জন যুবক চট্টেশ্বরী রোডে অনিকদের বাসার সামনে আসেন। এসময় তাদের সঙ্গে অনিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা অনিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।