নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল

নাফ নদীতে বিজিবি ও বিজিপির টহল দল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) যৌথ অভিযান পরিচালনা করেছে। আজ  (২০ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এই যৌথ অভিযান পরিচালনা করেন।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, নিয়মিত যৌথ টহলের অংশ হিসেবে আজ সকালে নাফ নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এতে দুইটি স্পিড বোটে করে বাংলাদেশের পক্ষে ১২ সদস্যের একটি দলের নেতৃত্ব দেন টেকনাফ বিওপির সুবেদার মো. নজরুল ইসলাম এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর মেজর পিনক্য চ.উ এর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল টহল দেয়। টহল শেষে উভয় পক্ষের কমান্ডার ও দলের সদস্যরা কুশলাদি বিনিময় করে। তাদের যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য যে, চলতি বছরে ওই ব্যাটালিয়নের অধীনে শাহপরীর দ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হৃীলা বিওপির এলাকায় বিজিপির সঙ্গে এই পর্যন্ত চারটি যৌথ টহল পরিচালিত হয়েছে।