অনিক হত্যার দুই আসামি কলকাতায় গ্রেফতার, বেনাপোলে পুলিশের কাছে হস্তান্তর

গ্রেফতার এখলাসুর রহমান ও মহিউদ্দিন তুষার

অনিক হত্যা মামলার দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতারের পর সোমবার দুপুরে বেনাপোল সীমান্তে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই আসামি হলো, মহিউদ্দিন তুষার (৩০) ও এখলাসুর রহমান (২২)। 

তিনি বলেন, শুক্রবার রাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ।  অনিক হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পরই দুই আসামি ভারতে চলে গিয়েছিল। খবর পেয়ে কলকাতা পুলিশের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে। ভিসা বাতিলের পর শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তাদের সোমবার দুপুরে বেনাপোল সীমান্তে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বলেন, ‘রাতে তাদের চট্টগ্রামে নিয়ে আসার পর মঙ্গলবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত ১৭ জুন রাতে নগরীর চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে আবু জাফর অনিককে ছুরিকাঘাত করা হয়। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অনিকের বাবা মো. নাছির উদ্দিন ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার তুষার ওই মামলার প্রধান এবং এখলাস ওই মামলার ১০ নম্বর আসামি।

অনিকের পরিবার জানায়, ঘটনার দিন বিকেল ৫টার দিকে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে আবু জাফর অনিকের ছোট ভাই আবু হেনা রনিকের সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে ওই সমস্যার সমাধানের জন্য গিয়েছিলেন অনিক ও তার বাবা। যুবকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে মহিউদ্দীন তুষার ও তার সহযোগিরা অনিককে ছুরিকাঘাত করে।