দেশে তৈরি এলজিসহ শিবির নেতা গ্রেফতার

 

গ্রেফতারদেশে তৈরি একটি এলজিসহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুলাই) রাতে সীতাকুণ্ডের জাহানারাবাদের মাদামবিবির হাটের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শিবলী একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতাসহ বিভিন্ন অপরাধে শিবলীর নামে থানায় ১৯টি মামলা রয়েছে। এসব মামলার ছয়টিতে তার নামে ওয়ারেন্ট আছে। এরমধ্যে একটি মামলায় তার ৩ বছর ১ মাস কারাদণ্ড হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে দেশে তৈরি একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার নামে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।