রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ’র সদস্য আটক

06রাঙামাটিতে রঞ্জিত তঞ্চঙ্গ্যা রাখাল (৩৪) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন সংগঠক ও কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, ২১ হাজার ১৬২ টাকা, ৬টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ও একটি হাতব্যাগ উদ্ধার করা হয়েছে। আটক রাখালকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনা সূত্র জানিয়েছে, আটক হওয়া রঞ্জিত তঞ্চঙ্গ্যা রাজস্থলী উপজেলার জান্নিমোন পাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে কাউখালি উপজেলায় বসবাস করছে। তার ছোট ভাই মিল্টন তঞ্চঙ্গ্যাও মানিকছড়ি-কুতুকছড়ি সড়কে ইউপিডিএফ’র হয়ে কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, ‘রঞ্জিত তঞ্চঙ্গ্যা রাখাল ইউপিডিএফ’র সংগঠন ও কালেক্টরকে অস্ত্রসহ আটকের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার পক্রিয়া চলছে।’