চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, আটক ২

নিহত মা-মেয়েচট্টগ্রামে নিজ বাড়ির পানির ট্যাংক থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (১৫ জুলাই) রাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান খুলশী থানায় মামলাটি করেন। খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন একথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই নারীর এক আত্মীয়সহ দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

রবিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ নগরীর খুলশী থানার আমবাগান আটার মিল এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে মা মনোয়ারা বেগম (৯৫) এবং তার মেয়ে মেহেরুন্নেসা বেগমের (৬৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, মাকে শ্বাসরোধে এবং মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কাউকে নাম উল্লেখ করে আসামি করা হয়নি।’

তিনি আর বলেন, ‘নিহত মেহেরুন্নেসার নামে থাকা জায়গাসহ চারতলা ভবনটি দখলে নেওয়ার জন্য মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত মেহেরুন্নেসার মেজো বোনের ছেলে মুশফিকুর রহমান এবং তার দোকানের কর্মচারী ইমনকে আটক করা হয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’