পানি সেচে পুকুর থেকে অস্ত্র উদ্ধার

অস্ত্র অনুসন্ধানের জন্য পুকুরের পানি সেচা হচ্ছে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পুকুর সেচে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় অবস্থিত ওই পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম এ খবর জানিয়েছেন। পানি অপসারণের পর ওই পুকুর থেকে দুটি দেশীয় তৈরি এলজি পাওয়া যায়।

এর আগে সন্ত্রাসীরা বেশকিছু অস্ত্র পুকুরে ফেলে গেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটি সেচের ব্যবস্থা করে পুলিশ। পানির সেচের পর রাতে তাতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো পাওয়া যায়।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ত্রাসীরা বেশ কিছু অস্ত্র পুকুরটিতে ফেলে গেছেন এমন সংবাদ পেয়ে আমারা পুকুরটি সেচের ব্যবস্থা করি। পানি সেচের পর পুকুরটিতে তল্লাশি করে দুটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। 

তিনি আরও বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটির পানি অপসারণ শুরু করে পুলিশ। রাত দেড়টার দিকে পানি অপসারণ শেষ হওয়ার পর তাতে তল্লাশি চালানো হয়।