জনপ্রশাসন পদক পাচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসকসহ চার কর্মকর্তা

চাঁদপুরের জেলা প্রশাসকসহ চার কর্মকর্তানিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জনপ্রশাসন পদক ২০১৮ পাচ্ছেন চাঁদপুরের সাবেক ও বর্তমান চার কর্মকর্তা। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান কারিগরি ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে প্রসংশনীয় ভূমিকা পালন করায় এবং জনসেবায় সাধারণ ক্যাটাগরিতে দলগত পর্যায়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ পদক পাচ্ছেন।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ওই চিঠি মনোনীত কর্মকর্তারাও হাতে পেয়েছেন।

আগামীকাল সোমবার (২৩ জুলাই) ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা এই পদক গ্রহণ করবেন।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘আমরা জনসেবার জন্য কাজ করি। আমি যশোরে দায়িত্ব পালনকালে সেখানের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় ডিজিটাল সনদ দেওয়ার ব্যবস্থা করি। আমার এই কাজটি সারাদেশের ২৫০টি ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে ব্যবহার করছে। এই ব্যবহারের মধ্য দিয়ে বর্তমান উন্নয়ন কার্যক্রম বেগবান হবে। নিঃসন্দেহে জনপ্রশাসন পদক আমাদের চাকরিজীবনে বিরাট গুরুত্বপূর্ণ বিষয়।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘আগের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল দায়িত্বে থাকাকালে চাঁদপুরের হাজীগঞ্জে আমরা স্থানীয় উদ্যোগে গৃহহীনদের গৃহদান করার উদ্যোগ গ্রহণ করি। মূলত এ কাজের জন্যই আমরা জনপ্রশাসন পদকটি পেতে যাচ্ছি।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে জনসেবায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় স্বীকৃতি স্বরূপ তাদের জনপ্রশাসন পদক ২০১৮ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মাজেদুর রহমান খান এর আগে যশোর জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ৫ মার্চ চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। আর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ২০১৭ সালের ১৫ অক্টোর চাঁদপুরে যোগদান করেন। আর মাহবুবুল আলম মজুমদার বর্তমানে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পূর্বে বৈশাখী বড়ুয়া ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভূমিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।