শান্তি কমিটির সভাপতির নামে থাকা রাস্তার ফলক অপসারণ

লক্ষ্মীপুরের রায়পুরে শান্তি কমিটির সভাপতির নামে নামকরণ করা রাস্তার ফলক সরিয়ে নেওয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে হাইকোর্টের আদেশ ছিল। সেই আদেশের বরাতে রাস্তাটি ও স্বাধীনতাবিরোধী মৌলভী মজিবুল হকের নামে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য উকিল নোটিশ পাঠানো হয়েছিল সংশ্লিষ্টদের। এখন মুক্তিযোদ্ধাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নাম বিবেচনা করা হচ্ছে রাস্তাটির নামকরণের জন্য। স্থানীয় এলাকাবাসী রায়পুরের শহীদ মুক্তিযোদ্ধা কালু মিয়ার নামে রাস্তাটির নামকরণের দাবি জানিয়েছেন।লক্ষ্মীপুরে এই ফলকটি ভেঙে ফেলা হয়েছে

এ বিষয়ে রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন দাবি করেছেন, ‘পৌরসভার কাগজপত্রে এ রাস্তার নাম এক্স সোনালী ব্যাংক রোড। কে বা কারা এ রাস্তার ফটকে মৌলভী মজিবল হক রোড দিয়ে ফলক স্থাপন করেছিল। নাম ফলকটি ভেঙে ফেলা হয়েছে। কোনও মুক্তিযোদ্ধার নামে আবেদন করলে রাস্তাটির নামকরণে তার নামই বিবেচনা করা হবে।’

২০১২ সালে প্রফেসার ড. মুনতাসীর মামুন হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন রাজাকারদের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে। এ বিষয়ে আদালত ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারিতে আদেশ দিয়েছিল। ওই আদেশের আলোকে অ্যাডভোকেট মোঃ সালাহ উদ্দিন রিগান ৬ আগষ্ট ২০১৮ সালে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, রায়পুর পৌরসভার মেয়র, রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার এবং চরপাতা মজিবল হক একাডেমীর প্রধান শিক্ষকের প্রতি।

চরপাতা মজিবুল হক একাডেমীর নাম পরির্বতন সম্পর্কে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, ‘আমি গতকাল উকিল নোটিশ পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি জেলা শিক্ষা অফিসার ও শিক্ষা মন্ত্রণালয়কে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের জন্য চিঠি দেবো।’