প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও সরকারিকরণ হয়নি যে কলেজ

উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজপ্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সরকারিকরণ হয়নি। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে হতাশ দেখা দিয়েছে। কয়েকজন শিক্ষক জানান, গত ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর উখিয়া হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনসভায় উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজকে সরকারিকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও দীর্ঘদিনেও কলেজটি সরকারিকরণ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে হতাশ দেখা দিয়েছে। তাদের দাবি কলেজটি দ্রুত সরকারিকরণ করা হোক।

সম্প্রতি দেশে ২৭১টি বেসরকারি কলেজ সরকারিকরণ করা হয়েছে। সেই তালিকায় কক্সবাজারের ছয়টি কলেজের নাম থাকলেও বাদ পড়েছে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। সরকারি হওয়া পাঁচটি কলেজ হচ্ছে কুতুবদিয়া কলেজ, চকরিয়া ডিগ্রি কলেজ, টেকনাফ ডিগ্রি কলেজ, রামু ডিগ্রি কলেজ ও মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ।

কলেজ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৪ সালের ৩ নভেম্বর দানপত্র দলিল (ডিড অব গিফ্ট) সম্পন্ন করে কলেজের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি শিক্ষা মন্ত্রণালয়কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী ডিড অব গিফট সম্পন্ন করলেও কলেজটি জাতীয়করণের গেজেট হয়নি। এ নিয়ে স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেছিলেন। ২০১৬ সালে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়ার অজুহাতে কলেজটিও সরকারিকরণ তালিকা থেকে বাদ পড়ে।

উখিয়া নাগরিক কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ সিকদার বলেন,‘নারী শিক্ষা অর্জনে একমাত্র এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পরও কলেজটি সরকারিকরণ করা হয়নি।এটি খুবই দুঃখজনক।’ 

জানতে চাইলে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ‘কলেজটি সরকারিকরণ না হওয়ায় সবাই হতাশ হয়েছেন। কলেজটি জাতীয়করণ প্রক্রিয়া শুরুর পর থেকে সরকারের নির্দেশে তাদের কলেজে সব ধরনের নিয়োগ-পদোন্নতি বন্ধ আছে। এতে শূন্য পদে নিয়োগ দিতে না পারায় মারাত্মকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিজ থেকেই কলেজটি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কেন তা বাস্তবায়ন হয়নি তা আদৌ আমাদের বোধগম্য নয়। কলেজটি দ্রুত সরকারিকরণের দাবি জানাচ্ছি সরকারের কাছে।