হালদা থেকে ৪০০ মিটার জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ২০০ মিটার অবৈধ ভাসা জাল জব্দদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৪০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ অক্টোবর) হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হালদা অংশ থেকে ২০০ মিটার ও মোজাফফর পুর উত্তর পাশ থেকে ২০০ মিটার জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যারা হালদার ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে ৪০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হালদার জীববৈচিত্র্য রক্ষায় কারও সঙ্গে কোনও আপস করবো না।’

এর আগে গত ১৩ অক্টোবর বিকালে হালদা থেকে প্রায় ২০০০ মিটার জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে ১১ অক্টোবর নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসাজাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।