উখিয়া ৩৮ হাজার ইয়াবাসহ আটক দুই

ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় নুর হোটেলের সামনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এর মধ্যে একজন রোহিঙ্গা। তাদের কাছ থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটক দুইজন মাদক ব্যবাসায়ী বলে দাবি অভিযানকারীরা।

তারা হলো- টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আবুল মনসুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জের জাদুপুর গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের আতিকুর রহমান (৩০)। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

তিনি বলেন,‘বুধবার গভীর রাতে উখিয়ার নুর হোটেল নামক এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে বলে গোপন সংবাদ পাই। এই সংবাদের ভিত্তিতে টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের এক সহযোগী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত রহমানের ছেলে মোহাম্মদ ইয়াছিন পালিয়ে যায়। পরে তাদের স্বীকারুক্তি অনুযায়ী অটোরিকশা থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে অটোরিকশাটিও জব্দ করা হয়।’

তিনি আরও বলেন,‘ইয়াবাসহ আটক  ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে, তাদের থানায় সোর্পদ করা হয়েছে। মাদক নির্মূল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে।’