পুলিশের ওপর হামলা, বিএনপির দুই নেতা রিমান্ডে

মাহবুবর রহমান শামীম ও আবুল হাশেম বক্করপুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) মহানগর হাকিম আল ইমরানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ অক্টোবর আইসিটি মামলায় জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় বিএনপি নেতাকর্মীরা কোতোয়ালি থানার ওসিসহ ওই থানার কয়েকজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ওই নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। ওই দিন দলীয় কার্যালয় নসিমন ভবনে কর্মসূচি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুকে হোটেলে পৌঁছে দিতে তারা ওই এলাকায় যায়। পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দু’জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয়।