হালদা থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

উদ্ধারকৃত মৃত ডলফিনটি

দক্ষিণ এশিয়ায় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ফের মরে ভেসে উঠেছে একটি ডলফিন। বুধবার (১৪ নভেম্বর) হালদা নদীর রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা। হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া এ তথ্য জানিয়েছেন। নদীতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ডলফিনটি উদ্ধার করে বলে তিনি জানান।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে হালদা নদী থেকে চারটি মৃত ডলফিন ভেসে উঠে। তারও আগে গত বছরের শেষ তিন মাসে মোট ১৬টি ডলফিন মারা যায়।

মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নদীতে ভাসমান অবস্থায় দেখে মৃত ডলফিনটি স্থানীয়রা উদ্ধার করে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকদিন আগে এটি মারা গেছে, এর গায়ে পচন ধরেছে।’

তিনি আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড নদীতে বেড়িবাঁধ নির্মাণের কাজ করছে। বাঁধের ব্লক ও বালি আনা-নেওয়ার কাজে ব্যবহৃত নৌযানের সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে।’