পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা, দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

বেসরকারি টেলিভেশন চ্যানেল যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি চালিয়ে যাওয়া ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন ভুয়া পরিচয়ের ভিত্তিতে তৈরি ভিজিটিং কার্ড দিলে সংশ্লিষ্ট ওসির সন্দেহ হয়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি ভুয়া সাংবাদিক। তখন তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (১৩ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদ নগর থেকে গ্রেফতার করা হয় তার এক সহযোগীকে।গ্রেফতারের পর থানায়

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই প্রতারকের কাছ থেকে যুমনা টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের নাম ইমরান হোসেন ওরফে রবিন এবং আয়াজ সিদ্দিকী ওরফে সামীর।

মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আয়াজ সিদ্দিকী আমার অফিসে এসে যমুনা টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দেয় এবং ইমরান হোসেন ওরফে রবিনের নামে তৈরি করা একটি ভিজিটিং কার্ড দেখায়। এসময় তার কথাবার্তা আমার কাছে সন্দেহজন মনে হলে বিষয়টি আমি যুমনা টেলিভেশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরীকে অবহিত করি। জামশেদ রহমান জানান, এ নামে তাদের কোনও রিপোর্টার নেই। তখন আয়াজ সিদ্দিকী ওরফে সামীরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহীদ নগরের বাসা থেকে তার সহযোগী ইমরান হোসেন ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেছেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। এ ঘটনায় যুমনা টিভির চট্টগ্রাম অফিসে কর্মরত স্টাফ রিপোর্টার শিহাব জিশান বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।উদ্ধার করা ভুয়া কার্ড