লক্ষ্মীপুরে ১৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (৯ ডিসেম্বর) তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। লক্ষ্মীপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এই তথ্য জানান। ফলে জেলার চারটি আসনে ২৪ জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জেএসডির এম এ গোফরান, বিএনপির হারুনুর রশিদ, জাতীয় পার্টির মো. জাকির হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র মো. সাহাবুদ্দিন ও স্বতন্ত্র মো. মাহবুব আলম।

লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ ও রায়পুর) বিএনপির হারুনুর রশিদ হারুন, জেএসডির এম এ ইউসুফ, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের শাহ আহম্মদ বাদল ও স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন মাস্টার।

লক্ষ্মীপুর-৩ (সদর) বিএনপির সাহাবুদ্দিন সাবু, আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু, গণফোরামের আ ও ম শফিক উল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ উল্যাহ, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার।

লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আওয়ামী লীগের মো. আবদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম।