খাগড়াছড়িতে বিএনপির প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ

প্রচারণার গাড়ি খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়া এলাকায় বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার নির্বাচনি প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হামলা চালিয়ে ৫ নেতাকর্মীকে মারধর, জিপগাড়ির কাচ ও মাইক ভাঙচুর করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব বলেন, ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনও ধরনের পদক্ষেপ নিচ্ছে না।’

আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা কমিটির আহ্বায়ক রণ বিক্রম ত্রিপুরা বলেন, ‘বিএনপির প্রচারণা কাজে কারা বাধা দিয়েছে, সেটি পুলিশ তদন্ত করে বের করুক। আওয়ামী লীগ হামলার সঙ্গে জড়িত নয়।’

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব জানান, হামলায় জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সুভাগ্য ত্রিপুরা, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ, সদস্য মো. জালাল হোসেন ও মো. হৃদয় আহত হয়েছেন।