‘দেশের মানুষ এখন না খেয়ে থাকে না’

বক্তব্য দিচ্ছেন প্রফেসর আবদুল মান্নানবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন,‘ একসময় বাংলাদেশের মানুষ একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতো। আজ কোনও মানুষ না খেয়ে থাকে না। বহির্বিশ্বের দৃষ্টিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল।’ শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার দরিয়া নগরে প্রতিষ্ঠিতব্য চট্টগ্রাম ভেটিরিনারি ও অ্যানিম্যাল সাইন্সসেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন হ্যাচারির ভিত্তিপ্রস্তর ও গবেষক ডরমিটারি ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রফেসর আব্দুল মান্নান বলেন, 'একসময় দেশে বিদ্যুৎ উৎপাদন হত তিন হাজার মেগাওয়ার্ট, এখন উৎপাদন হচ্ছে ২০ হাজার মেগাওয়ার্ট। কাজেই বুঝা যায় দেশ এখন কোন পর্যায়ে গেছে। আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যায়।’

কক্সবাজার মেরিন ফিশারিজ ও ওয়াইল্ডলাইফ এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন— প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন— কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।