চাঁদপুরে পুলিশের গাড়িতে আগুন, আহত ৩

চাঁদপুরচাঁদপুর-৩ আসনে (সদর হাইমচর) হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশের দুই সদস্যসহ গাড়ির চালক আহত হন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় টহলরত পুলিশের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টহলের সময় পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে পুলিশের দুই সদস্যসহ গাড়িচালক আহত হন।’