চমেক হাসপাতালে কেএসআরএমের সৌজন্যে বিশুদ্ধ পানি শোধনাগার

KSRM_CSR_Pressদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম-এর সৌজন্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপন করা হলো বিশুদ্ধ খাবার পানি শোধনাগার। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৮ জানুয়ারি সকালে এর উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ। তিনি এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

কেএসআরএম-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম বলেন, ‘ব্যবসার পাশাপাশি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কেএসআরএম। চমেক হাসপাতালে বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন এরই একটি অংশ।’

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বী পান্না, উপ-পরিচালক ডাঃ আক্তারুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, নির্বাহী সদস্য মুজিবুল হক সিদ্দিকী, সমাজ সেবা অফিসার তানজিনা আফরিন।

কেএসআরএম-এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও অংশ নেন সিনিয়র মেডিক্যাল কনসালট্যান্ট ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ব্র্যান্ড সমন্বয়ক মো. মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার (ব্র্যান্ড) মিজান-উল হক, জুনিয়র অফিসার (ব্র্যান্ড) সাদ মো. আফতাব হোসেন, অফিসার (ক্রয় বিভাগ) মো. মোয়াজ্জেম।